পার্বতীপুরে পৌরসভা ও দুই ইউনিয়নে নির্বাচনের আর বাধা নেই
পার্বতীপুর থেকে | প্রকাশিত: ৭ জুন ২০২১, ০৮:৪৪
সীমানা নির্ধারণ নিয়ে মহামান্য হাইকোর্টে মামলার কারণে দীর্ঘ দশ বছর ধরে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা এবং তৎসংলগ্ন রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের নির্বাচন বন্ধ হয়ে যায়।
রবিবার (৬ জুন) মহামান্য হাইকোর্টে বিভাগের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চে পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন মামলাটি শুনানি করেন রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নী জেনারেল নওরোজ এম আর চৌধুরী, রিটকারীর পক্ষে আব্দুল বাতেন, ৬নং বিবাদী পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ এহসান হাবিব। এর ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাধা থাকলো না।
জানা গেছে, গত ২০১১ সালের জানুয়ারি মাসে পার্বতীপুর পৌরসভার শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বর্তমান মেয়র এ,জেড,এম মেনহাজুল হক মাত্র ১৪ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এ ওহাব সরকার কে হারায়ে নির্বাচিত হন। নিয়ম মতে, ৫ বছর পর দেশের অন্যান্য পৌরসভায় নির্বাচন হলেও সীমানা নির্ধারণী জটিলতায় অজুহাতে পার্বতীপুর পৌরসভায় কোন নির্বাচন হয়নি।
দীর্ঘ ১০ বছর নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় একদিকে যেমন নাগরিক-গন তাদের ভোটাধিকারের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারছেন না। অন্যদিকে এক টার্মের জন্য নির্বাচিত হয়ে দুই টার্মে দায়িত্বে থাকা জনপ্রতিনিধিদের কাছে আশানুরূপ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
অতিদ্রুত সীমানা নির্ধারণের জটিলতা নিরসন করে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার জোর দাবী জানান সচেতনমহল। তা না হলে প্রতিনিয়ত নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হবে তারা মতামত ব্যক্ত করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পার্বতীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।