শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রাণ ফিরে পাচ্ছে দেশের প্রথম ফাইলেরিয়া হাসপাতাল

নীলফামারী থেকে | প্রকাশিত: ৯ জুন ২০২১, ০০:২৮

প্রাণ ফিরে পাচ্ছে দেশের প্রথম ফাইলেরিয়া হাসপাতাল

প্রাণ ফিরে পাচ্ছে দেশের প্রথম বিশেষায়িত নীলফামারীর সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল। নতুন উদ্যোমে চালু করতে নেওয়া হচ্ছে নান উদ্যোগ। গঠন করা হয়েছে একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি।

হাসপাতালের অপারেশন থিয়েটার, জনবল নিয়োগ, ইনডোর ও আউটডোর চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ জুন) দুপুরে হাসপাতালের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সেবা উন্নয়ন ও হিসাব নিরীক্ষক সম্পাদক সাংবাদিক ফয়েজ আহমেদ।

এতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ সভাপতি, জমিদাতার ছেলে গোলজার আহমেদ সাধারণ সম্পাদক, এসএম মাহবুবুল হক মিঠকে সহ-সভাপতি, কামারপুকুর ইউপি সদস্য মোমিনুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, ফয়েজ আহমেদ সেবা উন্নয়ন ও হিসাব নিরীক্ষক সম্পাদক হিসেবে রয়েছেন।

সংবাদ সম্মেলন শেষে ইন্সটিটিউট অব এলার্জী এন্ড ক্লিনিক্যাল ইমুনোলজী অব বাংলাদেশের (আইএসিআইবি) প্রতিনিধি রাকিবুল ইসলাম তুহিনের হাতে হাসপাতাল পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এছাড়া বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনের (বিপিডিএ) প্রতিষ্ঠানটি পরিচালনায় স্থানীয় কমিটিকে সার্বিক সহযোগিতা করবে বলে জানানো হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top