হিলিতে ৫তলা একাডেমিক ভবন নিমার্ণকাজ উদ্বোধন
হিলি থেকে | প্রকাশিত: ৯ জুন ২০২১, ২৩:১২
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য শিবলী সাদিক।
বুধবার বেলা সাড়ে ১১ টায় ফলক উন্মোচনের মাধ্যমে ৫ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন এ সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে আরও শিক্ষার মান উন্নয়নে কাজ করবে। এ সময় দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার নুর এ আলম. মেয়র জামিল হোসেন চলন্ত সহ অনেকে উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী শাহিনুর রহমান জানান, ৩ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম তলা ভবনটি নির্মাণ করছেন বসুন্ধরা কনস্ট্রাকশন। এছাড়াও সংসদ সদস্য হিলি স্বর্ণকাঙ্খামাত্রি মন্দির ও উপজেলা পরিষদের প্রধান ফটক এর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।