কুমারখালীতে ইউএনও'র আকস্মিক অভিযান, ১৪ জনকে জরিমানা
কুষ্টিয়ার কুমারখালী থেকে | প্রকাশিত: ১০ জুন ২০২১, ২৩:৫০
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
বুধবার (০৯ জুন) রাত ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত কুমারখালী বাসস্ট্যান্ড, কাজীপাড়া মোড়, হলবাজার, গণমোড় ও পৌর কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও অপ্রয়োজনে বাইরে ঘুরাফেরা করার অপরাধে মোবাইল কোর্টে ১৪ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ইউএনও। এসময় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে ইউএনও রাজীবুল ইসলাম খান বলেন, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সরকারি নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।