সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

কোটালীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে রাস্তা নির্মাণ কাজ, সংঘর্ষের আশঙ্কা

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ১২ জুন ২০২১, ২১:৪৪

কোটালীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে রাস্তা নির্মাণ কাজ, সংঘর্ষের আশঙ্কা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে রাস্তা নির্মাণের কাজ। আর এই রাস্তা নির্মাণের পক্ষ বিপক্ষে দু’দল গ্রামবাসী বিভক্ত হয়ে পড়েছে। এ দু’দল গ্রামবাসী যে কোন সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসী।

এদিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইউপি সদস্য জগনাথ বিশ্বাস রাস্তা নির্মাণ করতে থাকায় ক্ষতিগ্রস্থ জমির মালিকরা পূনরায় বাঁধা প্রদান করেন। এ ঘটনায় জহরের কান্দি গ্রামের দু’দল গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে এ দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ জমির মালিক শিশির বিশ্বাস বলেন, একটি নির্জন স্থান দিয়ে ইউপি সদস্য জগনাথ বিশ্বাস তার নিজ স্বার্থে এই রাস্তাটি নির্মাণ করতেছেন। এই রাস্তা নির্মাণ করলে সরকারের শুধু অর্থ ব্যয় হবে। এই রাস্তা জনগনের কোন কাজে আসবে না। যেহেতু এই রাস্তা জনগনের কোন কাজে আসবে না তাই আমরা ক্ষতিগ্রস্থ জমির মালিকরা এই রাস্তা নির্মাণে বাঁধা প্রদান করেছি। আমাদের বাঁধা ও আদালতের নির্দেশ অমান্য করে ইউপি সদস্য জগনাথ বিশ্বাস রাস্তা নির্মাণ করছেন। এখন যদি এই রাস্তা নির্মাণ নিয়ে এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে তার জন্য জগনাথ বিশ্বাস দায়ী থাকবেন।

ইউপি সদস্য জগনাথ বিশ্বাস বলেন, যারা রাস্তা নির্মাণের জন্য বাঁধা প্রদান করতেছে এখানে তাদের কোন জমি নেই। এরা আমার বিরোধী পক্ষ। শুধু বিরোধীতার কারণে তারা এই উন্নয়ন কাজে বাঁধা প্রদান করছেন। যেহেতু বাঁধা প্রদানকারীদের জমি এখানে নেই যেহেতু আদালতের নির্দেশ অমান্য করার প্রশ্নেই ওঠে না।

রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা বলেন, এই প্রকল্পটি সম্পর্কে আমার জানা নেই। তবে আমি শুনেছি ইউপি সদস্য জগনাথ বিশ্বাস পূর্ব যে স্থান দিয়ে প্রকল্পটির প্রস্তাব দিয়েছিলেন যে স্থান দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে না। আমি চাইবো এলাকার অধিকাংশ জনগনের মতামতের ভিত্তিতে যে স্থান দিয়ে প্রকল্পটির প্রস্তাব দেওয়া হয়েছিল সেখান দিয়ে রাস্তাটি নির্মাণ করা হোক।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top