• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নীলফামারীতে খেলোয়াড়দের মাদক বিরোধী শপথ

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৩ জুন ২০২১, ২৩:৫৬

নীলফামারীতে খেলোয়াড়দের মাদক বিরোধী শপথ "মাদককে না, ক্রীড়াকে হ্যাঁ বলুন"

"আগের মতো আর খেলাধুলা হয় না। কমে যাচ্ছে খেলার মাঠ । তরুণরা পড়া-লেখার অবসরে শুধু মোবাইল টিপে গেম খেলে, সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার চর্চার অভাবে অনেক সময় অজান্তেই তারা মাদকের দিকে ঝুঁকে পড়ছে। ফলে মাদকের ভয়াল থাবা গ্রাস করে নেয় একটি তাজা তরুণের জীবন। গ্রাস করে নেয় জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের সকলের প্রচেষ্টায় তরুণদের খেলাধুলার দিকগুলোতে এগিয়ে আসলে তারা আর বিপথগামী হবে না।" কথাগুলো বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রী।

গত শনিবার (১২জুন) বিকেলে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ম্যাচ শুরুর আগে মাদকমুক্ত সমাজ গড়তে খেলোয়াড়দের (মাদককে না, ক্রীড়াকে হ্যাঁ বলুন ) শপথ বাক্য পাঠ করান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক খবির আহমেদ।

মাদক বিরোধী সচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় নির্ধারিত ৪০ মিনিটে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে নীলফামারী ফুটবল একাডেমি ৬-৫ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচ পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি রওশন কবির। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর প্রতিনিধি ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

এতে বক্তব্য দেন, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top