নকল গয়নায় ভেঙ্গে গেল আসল বিয়ে!
নীলফামারী থেকে | প্রকাশিত: ১৪ জুন ২০২১, ২১:৪৬
নীলফামারীর সৈয়দপুরে দেড় লাখ টাকা যৌতুক নিয়ে নকল সোনার গয়না দিয়ে বিয়ে করতে গিয়ে বর পিটুনি খেয়েছেন বলে জানা গেছে। পরে কনে পক্ষ রাজি না হওয়ায় বিয়ে না করেই বরকে বাড়ি ফিরতে হয়। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ জুন) রাতে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনখুলি সরকারপাড়ায়।
সংশ্লিষ্ট বরের নাম মফিজুল ইসলাম (২৭)। সালিস বৈঠকের মাধ্যমে বর পক্ষকে এক লাখ টাকা জরিমানা করেন গ্রামের মাতব্বরেরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার আকবর আলী পটলের মেয়ে আঁখির (১৮) সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের তেবাড়িয়ার সুবর্ণখুলী গ্রামের হবিবর রহমানের ছেলে মফিজুল ইসলামের বিয়ে কথা চলছিল। প্রায় আড়াই মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। ওইদিন আনুষ্ঠানিকভাবে বউ নিতে আসে বরপক্ষ। বিয়ের আগ মুহূর্তে কনে পক্ষ ছেলে পক্ষের দেওয়া স্বর্ণালংকার দেখতে চান। পূর্বের কথা মতে দুই ভরি সোনার গয়না বের করে দেয় বর পক্ষ। তবে গয়না দেখে তা নকল চ্যালেঞ্জ ছুড়ে কনের স্বজনেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে এসব গয়নার মান যাচাইয়ের সিদ্ধান্ত হয়। পরে মান যাচাইয়ের পর এক স্বর্ণকার গয়নাগুলো নকল বলে জানান। এ সময় গ্রামবাসী ও কনের স্বজনেরা বর ও ঘটককে পিটুনি দিয়ে বিয়ে বাতিল করে দেয়। পরে ওই ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এক সালিস বৈঠকে কনে পক্ষের ক্ষতি পূরণ বাবদ বর পক্ষের কাছে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফামারী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।