বোগলাবাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ১৪ জুন ২০২১, ২৩:১১

বোগলাবাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারের বোগলাবাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দোয়ারাবাজার থানা পুলিশের আয়োজনে উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর।

এ সময় ওসি দেবদুলাল ধর বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।বোগলাবাজার ইউনিয়নকে মাদক ও জুয়া মুক্ত করতে এবং মহামারি করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান বোগলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আহমদ আলী আপন, বোগলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মিলন খান, অধ্যক্ষ মোস্তফা কামাল, ঝিগলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম,ইউপি সদস্যগণ, প্রাইমারি স্কুলের শিক্ষকগণ, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাগণ, বাজার কমিটির সেক্রেটারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top