পার্বতীপুরে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ৩৮ জন
দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১৯:৪৫
দিনাজপুরের পার্বতীপুরে প্রধানমন্ত্রীর তহবিলের আর্থিক সহায়তা হিসেবে প্রতিবন্ধী, দুস্থ, বিধবা, দরিদ্র পরিবার ১৬ জনকে ৬ লাখ ৯০ হাজার টাকার চেক দেয়া হয়। এছাড়াও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে আরও ২২ জনকে আর্থিক সহায়তার নগদ ১ লাখ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে আর্থিক সহায়তার চেক ও টাকা তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন প্রমুখ।
রামপুর ইউনিয়নের জমিরহাট গ্রামের কাওসার আলী বলেন, মহামারি করোনার সময়ে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা আমার অনেক উপকার হলো। আইজকা এই টাকা পাইয়া আমার খুব ভালো হইছে। আরেক সুবিধাভোগী কুলসুম বিবি বলেন, পরিবারের চাহিদা মেটাতে স্বামীর পাশাপাশি কাজ করি।‘অন্যের বাড়িতে কাজ করে আমার সংসার চলে। করোনার কারণে অনেক দিন কাজ বন্ধ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পার্বতীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।