• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে পাখি শিকার রোধে বিলবোর্ড স্থাপন

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১৮:৩১

সৈয়দপুরে পাখি শিকার রোধে বিলবোর্ড স্থাপন

নীলফামারীর সৈয়দপুরে পাখি শিকার রোধে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মঙ্গলবার (১৫ জুন ) শহরের ওয়াপদা মোড়ে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ বিলবোর্ড স্থাপন করা হয়।

পাখিসহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে ও অসাধুদের সতর্ক করতে এ বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) শাহিন হোসেন, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম মুজকুরি, ফরেস্টার শরিফুল ইসলাম, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও পরিবেশ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বিপু প্রমুখ।

প্রসঙ্গত, “পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা নীলফামারী জেলা সহ কয়েকটি উপজেলায় ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top