আমতলীতে ইভিএম পদ্ধতিতে ভোট, গ্রহণকারীদের চলছে প্রশিক্ষণ

আমতলী থেকে | প্রকাশিত: ১৮ জুন ২০২১, ১৯:০৫

আমতলীতে ইভিএম পদ্ধতিতে ভোট, গ্রহণকারীদের চলছে প্রশিক্ষণ

বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জুন। চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আমতলীতে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটদানে আনন্দ থাকলেও সাধারণ ভোটারদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। সাধারণ ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোটদানের পূর্বে প্রশিক্ষণের দাবী জানিয়েছেন।

জানাগেছে, আগামী ২১ জুন আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নতুন পদ্ধতিতে ইভিএম ভোটে সাধারণ ভোটারদের মাঝে উৎকণ্ঠা রয়েছে। সাধারণ ভোটাররা জানান, এ পদ্ধতিতে ভোট আমতলীতে এই প্রথম। এর আগে এই পদ্ধতিতে ভোট না দেয়ায় ভোটাররা উৎকণ্ঠায় রয়েছে। সাধারণ ভোটাররা ভোট গ্রহণের পূর্বে প্রশিক্ষণের দাবী জানিয়েছেন।

চাওড়া কাউনিয়া গ্রামের নারী ভোটার সোনাবরু বেগম বলেন, অহন বোলে মেশিনে ভোট অইবে। মুইকি ম্যাশিনে ভোট দেতে পারমু? মুইতো জীবনে এই রহোম ভোট দেই নাই। মোরো আগে শিহাইয়্যা দেলে ভালো অইতো।

চন্দ্রা পাতাকাটা গ্রামের দুলাল মোল্লা বলেন, নতুন পদ্ধতিতে ভোট হবে। কিছুইতো জানিনা। কিভাবে ভোট দেব বুঝতে পারছি না। তিনি আরো বলেন, ভোটের আগে প্রশিক্ষণ দেওয়ার দাবী জানাই।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে ভোটারদের মাঝে ইতোমধ্যে লিপলেট ও ভিডিও ডকুমেন্ট দেখানো হচ্ছে। এছাড়াও ভোট গ্রহণকারীদেরও প্রশিক্ষণ চলছে।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দীলিপ কুমার তালুকদার বলেন, আগামী ১৯ জুন প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের (মগ ভোটিং) প্রশিক্ষণ দেয়া হবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top