লক্ষ্মীপুরে ঘর হস্তান্তর বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময়
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০৫:৫২
লক্ষ্মীপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে উপকারভোগীদের বুঝিয়ে দেওয়ার কার্যক্রম (২০ জুন) রোববার থেকে শুরু হবে। ওইদিন সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করবেন।
(১৮ জুন) শুক্রবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়গুলো সাংবাদিকদের জানায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউজ্জামান ভুঁইয়া। এসময় তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণ সম্পন্ন করার জন্য বিরা মহীন কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
“আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার এই স্লোগান নিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলায় ১৭৮৬টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ঘর দেওয়ার জন্য উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রেও আমরা সঠিকভাবে যাচাই-বাছাই করেছি। যারা প্রকৃত ভূমিহীন তারাই এই সুবিধার আওতায় এসেছেন। আগামী (২০ জুন) রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের মধ্যেই ঘরের দলিল ও চাবি হস্তান্তর করবেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।