মান্দায় মুজিববর্ষ উপলক্ষে ২১ ভূমিহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘর প্রদান

নওগাঁ থেকে | প্রকাশিত: ২১ জুন ২০২১, ০০:০৬

মান্দায় মুজিববর্ষ উপলক্ষে ২১ ভূমিহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘর প্রদান

নওগাঁর মান্দায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন – গৃহহীন পরিবারকে জমি সহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের শুভ উদ্বোধন করা হয়েছে। এই উপজেলায় ২য় পর্যায়ে ২১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব সেমিপাকা ঘর প্রদান করা হয় ৷

রোববার সকাল ১০ টার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদেশব্যপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেমিপাকা ঘর প্রদানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য .প্রথম ধাপে এই উপজেলায় ৯০ জন গৃহহীন পরিবারকে জমি সহ সেমিপাকা ঘর প্রদান করা হয়। এবং দ্বিতীয় ধাপে ২১ টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ সেমিপাকা ঘর দেওয়া হয় ।

এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমরানুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: নওগাঁ


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top