মুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহারে ১৫০ গৃহহীন পরিবারের স্বপ্ন পূরণ
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে | প্রকাশিত: ২১ জুন ২০২১, ০১:২০
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রম ২ পর্যায়ে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়ে ১৫০ পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। রবিবার (২০ জুন) সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই ঘর প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসন সুবিধাভোগীদের মাঝে জমিসহ ঘরের দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, মুবসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন ভুঁইয়া, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা কৃষি অফিসার মো: মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং উপকারভোগীরা।
মুকসুদপুর উপজেলার যেসব এলাকায় এই জমিসহ ঘর প্রদান করা হয়েছে যেগুলো হলো, পশারগাতী ইউনিয়নের কৃষ্ণাদিয়া গ্রামে ৭টি, গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর গ্রামে ১১টি, মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে ৩৫টি, দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে ৮৭ টি, গোহালা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৯টি এবং বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী গ্রামে ১টি মোট ১৫০টি ।
সুবিধাভোগী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর গ্রামের ৬৫ বছর বয়সের শুকুর আলী শেখ জানান, আমি কৃষি কাজ করে কোনরকম জীবন যাপন করছি। আমার স্ত্রী এবং ৩ ছেলে ও ৩ মেয়ে নিয়ে কোনরকম অন্যের আশ্রয়ে জীবন পার করি। আমার নিজস্ব কোন জায়গা জমি ছিলো না। ছিলো না কোন মাথাগোজার ঠাঁই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়ে অনেক আনন্দিত। আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম জানান, মুকসুদপুরের ৭টি স্থানে মোট ১৫০ জন পরিবারের মাঝে ২শতাংশ জমিসহ ঘর প্রদান করা হয়েছে। করোনাকালীন সময়ের কারনে অনুষ্ঠানে ৩জনের হাতে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র হস্তান্তর করা হয়েছে এবং বাকীদের হাতেও জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মুজিববর্ষ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।