লক্ষ্মীপুর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২১ জুন ২০২১, ২০:২০

লক্ষ্মীপুর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন ও রামগতি-কমলনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুর হয়েছে সকাল ৮টায়। তা একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। উৎসব মুখর পরিবেশে প্রতিটি কেন্দ্র ভোটার উপস্থিতি লক্ষণীয়।

সংসদীয় আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি লাঙ্গল মার্কার ফয়েজ উল্লাহ শিপন ও আওয়ামীলীগ নৌকা মার্কার এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন প্রতিদ্বন্ধিতা করছেন। উপ- নির্বাচনে ১৩৬টি কেন্দ্রে প্রায় ৪,০২,৬৪০ জন ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেঁছে নেবেন।

এছাড়া ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭৫টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে প্রতিটি ইউনিয়নে দলীয় বিদ্রোহী প্রার্থী সহিংস ঘটনার আশংকা করছেন কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলিতে র‌্যাব, বিজিপি, পুলিশ, আনসার এর পাশাপাশি রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top