• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে তিনটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন

নীলফামারী থেকে | প্রকাশিত: ২৩ জুন ২০২১, ০৫:২৫

সৈয়দপুরে তিনটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে আইসঢাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তিসহ তিনটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন এ উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্জাহান মন্ডল, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারি প্রকৌশলী ফরহাদ হোসেন, আইসঢাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা নাসরিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২০-২০২১ অর্থ বছরে চতুর্থ শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় উপজেলার আইসঢাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তিসহ এক তলা নতুন ভবনটি নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ লাখ ২৩ হাজার ৯৯৫ টাকা। মেসার্স সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজটি করছে।

এছাড়া উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন আর ও দুইটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন। এগুলো হল উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বালাপাড়ায় ৭৫ মিটার সিসি ঢালাই রাস্তার নির্মাণ ও উপজেলা পরিষদ চত্বরে “আমার বাড়ী আমার খামার” ও পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ভবন নির্মাণ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top