সাতক্ষীরায় করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১৯:৫৩
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১২২ জন।
বুধবার (২৩ জুন) সকাল থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টা পর্যন্ত তারা মারা যান।
মৃতরা হলেন, কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আজিজুর রহমান (৬০), কালিগঞ্জ উপজেলার মনিরা খাতুন (২৭), কয়লা গ্রামের হযরত আলী (৬৪), সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মোশারফ হোসেন (৫৫), শহরের বাড়ানবাড়ি এলাকার মোমেনা (৬৫), চন্দনপুর এলাকার আয়েশা বেগম (৫০), দেবহাটা উপজেলার কুড়া গ্রামের আনার আলী (৬৫) ও ইকরামুল কবীর (৬০)। বেসরকারি হাসপাতালে মারা গেছে আরও একজন। বাকিদের পরিচয় জানা যায়নি।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ জন মারা গেছে ও উপসর্গে মারা গেলেন ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮২ জনের নমুনা পরীক্ষা শেষে ১২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ২ জন। একই সঙ্গে উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।