খুলনা বিভাগে আরো ১৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুন ২০২১, ২০:৫৮
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১২ জন।
এছাড়া সদর হাসপাতালে ২ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন ৩ জন। রবিবার (২৭ জুন) সকালে তিনটি হাসপাতালের মুখপাত্র হতে এসব তথ্য জানা যায়।
জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের রেড জোনে নয়জন ও ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন।
এদিকে, খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ১৭ জনের মৃত্যু খুলনা বিভাগ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।