সাতক্ষীরায় টেকশই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০০:৩২

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় টেকশই বেড়িবাঁধ নির্মাণ ও পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরাসহ উপকূলীয় এলাকায় টেকশই বেড়িবাঁধ নির্মাণ ও পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানারে রবিবার বেলা ১১টায় স্থানীয় চাঁদনীমুখা গ্রামে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

স্থানীয় এলাকাবাসী শেখ আবু হাসানের সঞ্চালনায় খায়রুল ইসলাম মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় এখানকার মানুষ সবসময় বেড়িবাঁধ ভাঙার আতংকে দিনতিপাত করেন। আকাশে মেঘ দেখলেই এখানকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে শ্যামনগরের গাবুরাসহ উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানের বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

উপকূলীয় এলাকার অনেক মানুষ এখনও বেড়িবাঁধের উপর মানবেতর জীবন যাপন করছেন। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টে অর্জিত সম্পদ কিছু দিন পর পর একেকটি দুর্যোগ এসে তা পানিতে বিলীন হয়ে যাচ্ছে। অথচ টেকসই বেড়িবাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে।

বক্তারা এ সময় বলেন, আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। উপকূলীয় এলাকায় দ্রুত টেকশই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শত শত তরুণ-তরুণীরা অংশ নেন।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top