খুলনায় দুই হাসপাতালে আরো ১১ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ১৯:১৭
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ডেডিকেট হাসপাতালে ৬ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনসহ সর্বমোট ১১ জন মারা গেছেন। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।
দুই হাসপাতাল থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। তারা হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন ছিলেন।
১৩০ শয্যার হাসপাতালটিতে আজ সকাল পর্যন্ত ১৬৯ জন চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে রেড জোনে ৯৯ জন, ইয়ালো জোনে ২৫, আইসিইউতে ১৯ এবং এইচডিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।
অন্যদিকে, খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান।
তিনি জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত তার হাসপাতালের করোনা ইউনিটে ৯৮ রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন,সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। আইসিইউতে রয়েছেন চারজন আর এইচডিইউতে আছেন ৯ জন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।