পার্বতীপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১ জুলাই ২০২১, ০৫:২১

পার্বতীপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে ১৬৬তম সিঁধু কানু মহান সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাঁউহাটোলা আদিবাসী শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির চত্বরে অনুষ্ঠানের আয়োজন করে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি পার্বতীপুর উপজেলা শাখা।

প্রদীপ প্রজ্বলন ও শঙ্খ বাজিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তাদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা। পরে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি বিমল মুর্মু, সংগঠনের সাধারণ সম্পাদক এফ্রাইম টুডুসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিঁধু কানুর দাবি অনুযায়ী স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও বন্ধ হয়নি নারী নির্যাতন। গঠন করা হয়নি পৃথক ভূমি কমিশন। সেই সাথে ভূমি নিয়ে জটিলতা এখনও নিরসন হয়নি আদিবাসী সম্প্রদায়ের।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top