অক্সিজেনের চাহিদা বাড়ছে, তীব্র সংকটের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২১, ১৭:৫৪
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। প্রতিদিনিই বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংথ্যা। আগের রেকর্ড ভেঙে তৈরি হচ্ছে নতুন রেকর্ড।
সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা-উপজেলার হাসপাতালগুলোতে বেড়ে গেছে রোগীর চাপ। এ পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি অক্সিজেন সরবরাহ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
ঢাকাতেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। আর এতে রাজধানীতেও অক্সিজেনের চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন না বাড়ায় সামনের দিনগুলোতে সরবরাহ সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিকল্প প্রস্তুতি না নিলে অক্সিজেন সংকট তীব্র হয়ে উঠতে পারে।
মাত্র ১৫ দিনের ব্যবধানে অক্সিজেনের চাহিদা বেড়েছে প্রায় চার গুণ। ঢাকার চেয়ে জেলা-উপজেলায় অক্সিজেন সংকট প্রবল হয়ে ওঠছে। কারণ স্থানীয়ভাবে কোনো উৎপাদন প্রতিষ্ঠান না থাকায় রাজধানীকেন্দ্রিক প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে সেখানকার সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে।
এরই মধ্যে খুলনা, রাজশাহী, সাতক্ষীরা, ফেনী, বরিশালসহ অনেক জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অভিযোগ ওঠেছে, সাতক্ষীরা ও ফেনীর সোনাগাজীতে অক্সিজেন সংকটে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু সাতক্ষীরাতেই মারা গেছেন আটজন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।