লক্ষ্মীপুরে লকডাউন বাস্তবায়নে যৌথ অভিযান
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২ জুলাই ২০২১, ২২:০৭
লক্ষ্মীপুরে সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা টহল জোরদার করেছেন।
অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই জরিমানা করা হচ্ছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যৌথ অভিযান পরিচালনা করছেন। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে অনেককে। তবুও কিছু উৎসুক জনতা স্বাস্থ্য বিধি না মেনে অযথা বাইরে ঘুরাঘুরি করতে দেখা যায়।
এরমাঝে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। জেলার ৫টি উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে অন্তত ৯০ জন থেকে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়ে প্রচারণা চালানো হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।