হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
হিলি থেকে | প্রকাশিত: ৩ জুলাই ২০২১, ০৬:২০
দিনাজপুরের হিলিতে বিনা কারণে বাড়ির বাহিরে বের হওয়ায়, মাস্ক না পড়ায়, স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলার অপরাধে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন। এসময় প্রশাসনকে দেখে অনেকে পানিতে লাফ দিয়ে পালিয়েও যায়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বলেন, সরকার ঘোষিত লকডাউন কার্যকরে পুলিশ ও বিজিবির সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। নির্ধারিত সময়ের পরে সকলেই যেন তাদের দোকানপাট বন্ধ করে, কেউ যেন অপ্রয়োজনে বাড়ি থেকে বাহির না হয় সে বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করছি।
সকলেই যেন মাস্ক পড়ে ও স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। এই বিষয়টি যারা মানছেনা তাদেরকে আমরা অর্থদণ্ড প্রদান করছি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।