নীলফামারীতে সাংবাদিকদের সাথে ডিসি’র মতবিনিময়
নীলফামারী থেকে | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ০৫:৩৫
নীলফামারীতে করোনা মোকাবেলায় চলমান কঠোর লকডাউন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। শনিবার (৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো, খাদ্য সংকটে প্রকৃত পরিবার চিহিৃত করণ, হাট-বাজার বন্ধ রাখা ফেরি করে সবজি বিক্রির ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেলা পরিষদ সচিব জয়নুল আবেদীন। সভায় চলমান লকডাউন নিয়ে পর্যবেক্ষণ এবং প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিক তাহমিন হক ববি, মীর মাহমুদুল হাসান আস্তাক, হাসান রাব্বী, আতিয়ার রহমান, নূর আলম, আসাদুজ্জামান টিপু।
লে. কর্নেল আরিফ হোসেন বলেন, কঠোর বিধি নিষেধে কাঁচা বাজারে ভিড় সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। এর ফলে লোকজন বাড়ির বাহিরে আসেন এবং ভিড় করেন। আমরা চিন্তা করছি ভ্রাম্যমাণ ভাবে সবজি বিক্রয় করা গেলে এই ভিড় এড়ানো সম্ভব। তিনি বলেন, লকডাউন বৃদ্ধি হলে গতবারের মত এবারো গরুর হাট স্বাস্থ্য বিধি অনুসারে একমুখী করণ করে পরিচালনা করা যেতে পারে এবং অনলাইন ভিত্তিক গরু ক্রয়-বিক্রয়ে উৎসাহ সৃষ্টি করা যেতে পারে।
নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, আমরা চাই আগে সুরক্ষিত থাকতে, তারপরে অন্যকিছু। আমরা সকলকে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে চাই। যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়। তিনি বলেন, নীলফামারীতে সবার সহযোগীতায় লকডাউন সফল হচ্ছে এবং মানুষও তা পালনে এগিয়ে এসেছে। এখনো যেসব ত্রুটি পরিলক্ষিত হচ্ছে সেগুলা নিয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফামারী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।