সুন্দরবনের ২০ কেজি হরিণের মাংশসহ এক শিকারি আটক

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ০৫:৫৫

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে ২০ কেজি হরিণের মাংশসহ এক শিকারি আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ২০ কেজি হরিণের মাংশসহ এক শিকারিকে আটক করেছে। শনিবার ভোর রাতে গহীন সুন্দরবনের ধলের খালের মুখ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দা, টর্চ লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত হরিণ শিকারির নাম জব্বার গাজী (৩৩)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে। বনবিভাগ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা ভোর রাতে গহীন সুন্দরবনের ধলে খালের মুখে অভিযান পরিচালনা করেন। এ সময়ে সেখান থেকে ২০ কেজি হরিণের মাংসসহ শিকারি জব্বারকে হাতে নাতে আটক করা হয়। তার কাছ থেকে এ সময় একটি দা, টর্চ লাইটসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা বনবিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত শিকারির বিরুদ্ধ বনআইনে মামলা দিয়ে হরিণের মাংশসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top