সৈয়দপুরে একদিনে সর্বোচ্চ ১৬ জনের করোনা শনাক্ত

নীলফামারী থেকে | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ০৭:২০

সৈয়দপুরে একদিনে সর্বোচ্চ ১৬ জনের করোনা শনাক্ত

নীলফামারীর সৈয়দপুরে এক দিনে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত উপজেলায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৯ জনে। গত শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২৮ জনের রেপিড এন্টিজেন পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫৭ দশমিক ১৫।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মো: আলেমুল বাশার জানান, এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৩২৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৫ জন। বাড়িতে কোয়ারেন্টিনে আছেন ৫৮ জন। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন একজন এবং জেলার বাইরে আছেন একজন। মারা গেছেন ১৪ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top