মাহমুদউল্লার প্রশংসা করলেন সাকলাইন মুশতাক
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০২:৪২
বিশ্বকাপ থেকেই ভরাডুবি মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজেই হয়েছে ধবলধোলাই। সিরিজ হারের পরও মাহমুদউল্লাহর প্রশংসা করলেন পাকিস্তানের হেড কোচ সাকলাইন মুশতাক।
প্রশংসার কারণ অবশ্য অন্য কারণ। সিরিজের শেষ ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও লড়াই করে হেরেছে টাইগাররা। খেলাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছেন বাংলাদেশের বোলাররা। তবে অনিয়মিত বোলার মাহমুদউল্লাহ ছিলেন অসাধারণ।
কুড়িতম ওভারে নিজেই বল হাতে নিয়ে কারিশমা দেখান তিনি। প্রথম তিন বলে পর পর ২ উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন। শেষ বলটিতেও স্টাম্প ভেঙে দেন। যদিও সেই আউটটি হয়নি। কারণ ব্যাটার নওয়াজ প্রস্তুত নন বলে জানালে বলটি ডেড বলে সিগনাল দেন আম্পায়ার।
ক্রিকেট আইন অনুযায়ী মাহমুদউল্লাহ চাইলে আবেদন করতেই পারতেন। কিন্তু তিনি সেটি না করে ফের বল করেন। তাতে চার মেরে তৃতীয় ম্যাচটিও জিতে নেয় পাকিস্তান।
এভাবে পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দেওয়ার কারণে মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন পাকিস্তানের হেড কোচ সাকলাইন মুশতাক।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: মাহমুদউল্লা সাকলাইন মুশতাক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।