টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১, ০২:২০
চট্টগ্রাম টেস্টের পর বুধবার (১ ডিসেম্বর) ঢাকায় ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকা টেস্ট। এই টেস্টে স্কোয়াডে নাম থাকলেই টাইফয়েডের কারণে ম্যাচ খেলতে পারবেন না ওপেনার সাইফ হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
তার তথ্যমতে, চট্টগ্রামে সাইফের জ্বর আসে। এজন্য মঙ্গলবার (৩০ নভেম্বর) আমরা কিছু পরীক্ষা করাই। সেখানে টাইফয়েডে ধরা পড়ে। বুধবার (১ ডিসেম্বর) সে দলের সঙ্গে ঢাকা ফিরলেও ঢাকা টেস্টে খেলতে পারবে না। ঢাকায় আসার পর আরো কিছু পরীক্ষানিরীক্ষা করা হবে।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি সাইফ। প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে করেন ১৮ রান। এর আগে ২টি টি-টোয়েন্টি খেলে করেন ১ ও ০ রান।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: সাইফ হাসান দেবাশিষ চৌধুরী বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।