বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে থাকছে না বায়োবাবল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২২, ২০:৩৭
করোনাভাইরাসের কারণে খেলাধুলাও হয়ে গিয়েছিল জটিল। চার দেয়ালে বন্দি থেকে কঠোর বিধি-নিষেধের মাঝে অংশ নিতেন খেলোয়াড়রা। করোনার প্রকোপ শুরুর পর থেকে দেশে সবগুলো সিরিজই অনুষ্ঠিত হয় কঠোর জৈব সুরক্ষা বলয়ে তথা বায়োবাবলে।
তবে এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে থাকছে না কোনো বায়োবাবল।
শুক্রবার (০৬ মে) এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।
‘বায়োবাবল বলে এবার কিছু থাকছে না। করোনাভাইরাস পরীক্ষা করা হবে। এ ছাড়া কারো উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হবে। শ্রীলঙ্কা দল ৮ তারিখ ঢাকায় আসবে, চেষ্টা করা হবে তাদের সেদিনই টেস্ট করার।’
শ্রীলঙ্কা দল ৮ মে ঢাকায় পা রাখবে। সেদিনই তাদের করোনা টেস্ট করানোর কথা রয়েছে। এ ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের করা হবে ৯ মে।
প্রথম টেস্ট ১৫ মে থেকে শুরু হবে চট্টগ্রামে। বাংলাদেশ ৮ মে বন্দরনগরীতে গেলেও শ্রীলঙ্কা অবস্থান করবে ঢাকায়। ৯ মে অনুশীলনের পর ১০ ও ১১ মে তারা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর তারা চট্টগ্রাম যাবে।
বায়োবাবল না থাকলেও সাবধানতা অবলম্বনের জন্য বার্তা দিচ্ছে বিসিবির মেডিকেল বোর্ড। মনজুর বলেন, ‘এমনিতেই কোন বিধি-নিষেধ নাই। তবে আমাদের দিক থেকে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। মাস্ক, সেনিটাইজার ব্যবহার করার জন্য।’
প্রথম টেস্ট শেষে দুই দলই ফিরবে ঢাকায়। ২৩ মে থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।