জুলাইয়ে চট্টগ্রাম বন্দরের সব সূচকই নিম্নমুখী!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ১৯:৪৪
দেশের আমদানি-রফতানি বাণিজ্যের ৯২ শতাংশ নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম বন্দর। এ বন্দরে দেশের ৯৮ শতাংশ কনটেইনারজাত পণ্য হ্যান্ডলিং করা হয়। আর গড়ে প্রতিদিন প্রায় সাত হাজার কনটেইনার হ্যান্ডলিং হয়। এছাড়া রাজস্ব আদায় হয় দৈনিক হাজার কোটি টাকা।
তবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশব্যাপী চলমান বিধিনিষেধের জন্য চট্টগ্রাম বন্দরে পড়েছে নেতিবাচক প্রভাব। আগের মাস জুনের তুলনায় এই মাসে বন্দরের সব সূচকই ছিল নিম্নমুখী। মাস শেষে হিসাব করে দেখা গেছে, জুন মাসের তুলনায় জুলাইয়ে বন্দরে কার্গো ১০ দশমিক ৩৭ শতাংশ ও কনটেইনার ৭ দশমিক ৫৮ শতাংশ কম হ্যান্ডলিং হয়েছে। পাশাপাশি জুন মাসের তুলনায় জুলাইয়ে ১৪টি জাহাজ কম হ্যান্ডলিং হয়।
বন্দর সূত্রে জানা গেছে, জুলাই মাসে আমদানি-রফতানি মিলিয়ে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ৭৩ লাখ ৫৫ হাজার ৫২৯ মেট্রিক টন। এর আগের মাসে বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছিল ৮২ লাখ ছয় হাজার ৩৯৩ মেট্রিক টন। আবার জুলাই মাসে আমদানি-রফতানি মিলিয়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৩৮০ টিইউইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের)। এর আগের মাসে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল দুই লাখ ৬৩ হাজার ৩৩৯ টিইউইউস।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘লকডাউনে জুলাইয়ের শেষদিকে শিল্প-কারখানা বন্ধ থাকার প্রভাব পড়েছে কার্গো-কনটেইনার হ্যান্ডলিংয়ে। আমদানিকারকরা পণ্য খালাস অনেকাংশে কমিয়ে দেন। তাছাড়াও ঈদুল আজহার বন্ধের কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। তবে শিল্প-কারখানা খুলে দেয়ায় বন্দরে আবার গতি আসবে বলে আশা করছি।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চট্টগ্রাম বন্দর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।