সঞ্চয়পত্রে কমানো হয়েছে মুনাফার হার

অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:৩০

সঞ্চয়পত্রে কমানো হয়েছে মুনাফার হার

জাতীয় সঞ্চয়পত্রের স্কিমগুলোর মুনাফার হার কমেছে । মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিনিয়োগ যত বেশি হবে, মুনাফার হার তত কম হবে। ১৫ লক্ষ টাকার কম বিনিয়োগে মুনাফার হার একই থাকবে। নতুন যারা সঞ্চয়পত্র ক্রয় করবে, শুধু তাদের জন্য নতুন হার প্রযোজ্য হবে। তবে আগের সঞ্চয়পত্র যদি কেউ পুনঃবিনিয়োগ করে তাহলে নতুন মুনাফার হার কার্যকর হবে।

নতুন নিয়মে, বিনিয়োগ ১৫ লাখ টাকার বেশি হলে মেয়াদ শেষে মুনাফার হার হবে ১০ দশমিক ৭৫ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে এই হার হবে ৯ দশমিক ৭৫ শতাংশ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top