চুয়াডাঙ্গায় আসছে নতুন সৌর বিদ্যুাৎকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৭
দেশে বাস্তবায়িত হতে যাচ্ছে আরেকটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। চুয়াডাঙ্গা জেলায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এ কেন্দ্রটি স্থাপন করবে সিঙ্গাপুরের একটি কোম্পানি।
ইতিমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নির্মাণের জন্য পিডিবি ২০১৮ সালে প্রস্তাব দেয়। সে বছর প্রকল্পটির দরপত্র অযোগ্য বিবেচিত হয়। পরবর্তীতে ২০২০ সালে পিডিবি চুয়াডাঙ্গা ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনের নিকটবর্তী প্রকল্প স্থান পরিদর্শন করে ১৭৫ দশমিক ৮৮ একর জমিতে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে বলে সুপারিশ প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে জমা দেয়।
বিদ্যুৎ বিভাগে থেকে আরাও বলা হয়, প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর এখন সিঙ্গাপুরের কোম্পানি সাইকেলেক্টের প্রতিনিধির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।