কাতার এয়ারওয়েজের করোনায় ক্ষতি ৪১০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ২০:৫১

কাতার এয়ারওয়েজ

মহামারি করোনায় কাতার এয়ারওয়েজের ক্ষতি হয়েছে ৪০০ কোটি ডলারেরও বেশি। এ ক্ষতির ফলে ১৩ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে এবং কর্মীদের ১৫ শতাংশ বেতন কমানো হয়েছে।

কাতার এয়ারওয়েজের ২০২০-২১ (১ এপ্রিল থেকে ৩১ মার্চ) এই অর্থবছরের আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে। কর ও অন্যান্য ব্যয়ের হিসাব ছাড়া এ সময়ে সংস্থাটির আয় ১৬০ কোটি ডলারে পৌঁছেছে। এয়ারলাইন্সটি প্রধানত তার এয়ারবাস এ৩৮০ ও এ৩৩০ ওয়াইড-বডির উড়োজাহাজগুলো বসিয়ে রাখার জন্য এত বড় লোকসানের মুখোমুখি হয়েছে।

গত অর্থবছরে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি মাত্র ৫৮ লাখ যাত্রী পরিবহন করেছে যা আগের অর্থবছরের তুলনায় ৮২ শতাংশ কম।

মহামারিতে সংস্থাটি কাতার সরকার থেকে ৩০০ কোটি ডলার প্রণোদনাও পেয়েছিল। তবে এ অর্থ সংস্থাটির কার্যক্রম চালু রাখতে এবং কভিডজনিত সীমাবদ্ধতার সঙ্গে লড়াইয়ে সহায়তা করেছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top