পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ২৩:০৪

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম মনে করেন, বিশ্বের সব পুঁজিবাজার স্থিতিশীলতা রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মিউচুয়াল ফান্ড।

শনিবার (৯ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২১ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএসইসির চেয়ারম্যান ।

তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে পুঁজিবাজারে ভালো করছে মিউচুয়াল ফান্ড। তাদের পারফরম্যান্সে আমরা খুশি। তবে ফান্ডগুলোর প্রচার ও প্রসার একটু কম। সেখানে আরও কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি এএএমসিএমএফের সভাপতি ড. হাসান ইমাম বলেন, গত অর্থ বছরে দেশের মিউচুয়াল ফান্ডগুলো প্রায় ৬০০ কোটি টাকা নগদ লভ্যাংশ দিয়েছে। তিনি আরও মনে করেন, মিউচুয়াল ফান্ডের বিকশিত করতে কার্যকর নীতি সহায়তা প্রয়োজন। দেশের পুঁজিবাজারে বিনিয়োগ টেকসই করতে হলে মিউচুয়াল ফান্ডকে আরও সহযোগিতা করতে হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top