আবারও বেড়েছে সব রকমের ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ০০:৩৩

আবারও বেড়েছে সব রকমের ভোজ্যতেলের দাম

খোলা বাজারে আবারও বেড়েছে সব রকমের ভোজ্যতেলের দাম। এ ব্যাপারে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা। সোমবার (১১ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বোতলজাত তেল প্রতি লিটার ২ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৪-১৫৫ টাকায়। আর খোলা তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪৪-১৫০ টাকা দরে। পামওয়েল বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

ক্রেতা মমতাজ উদ্দিন বলেন, সপ্তাহ খানেক আগে ১৫০-১৫২ টাকা লিটারে তেল কিনেছি। আজ কিনতে হয়েছে ১৫৫ টাকায়। পেঁয়াজের কেজি ৮০ টাকা, মরিচের কেজি ১৮০-২০০ টাকা, চালের কেজি ৭০ টাকা। প্রতিটি জিনিসেরই দাম বাড়ছে। কথা নেই, বার্তা নেই ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। আমরা জিম্মি হয়ে আছি সিন্ডিকেটের কাছে।

এদিকে, নিউমার্কেটের পাইকারি ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার দোহাই দিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো তেল আমদানি করছে, তারা বাড়াচ্ছে তেলের দাম। আমরা বেশি দামে এনে তো আর লোকসান দিয়ে বিক্রি করতে পারি না। আমাদের তো লাভও হচ্ছে না। অথচ ব্যবসা ধরে রাখতে কম করে তেল রাখছি। লাভ যা করার কোম্পানিগুলো করছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top