প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ২২:৪০

প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে মূল্য সূচকের দেখা যাচ্ছে বড় উত্থান প্রবণতা। সেই সঙ্গে লেনদেনে গতিও দেখা যাচ্ছে বেশ ভালো। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৪০ পয়েন্ট। লেনদেন হয়ে গেছে পাঁচশো কোটি টাকার। পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সূচক রয়েছে ঊর্ধ্বমুখী ধারায়। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়ে যায় ১০ পয়েন্ট।

সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়তে থাকে। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৮ কোটি ২২ লাখ টাকা। অন্যদিকে, শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ টাকা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top