বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০৬:২৫
গেল সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে হয়েছে বড় পতন। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ৬ শতাংশ। আর ব্রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলের দাম কমেছে প্রায় সাড়ে ৪ শতাংশের ওপরে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ কমলো বিশ্ববাজারে তেলের দাম।
এতে এক মাসের মধ্যে তেলের দাম কমে গেছে প্রায় ৯ শতাংশ। পাশাপাশি বিশ্ববাজারে এখন জ্বালানি তেলের দাম সাত সপ্তাহের মধ্যে নেমে গেছে সর্বনিম্ন অবস্থানে। বিশ্ববাজারে তেলের এ দরপতনের আগে দেখা যা টানা দাম বাড়ার প্রবণতায়। দফায় দফায় দাম বেড়ে চলতি বছরের অক্টোবরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছাড়িয়ে যায় ৮৪ ডলার। যা সাত বছরের মধ্যে তেলের সর্বোচ্চ দাম।
এদিকে, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার পরিপ্রেক্ষিতে ৩ নভেম্বর দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় সরকার। ওইদিন রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: জ্বালানি তেল বড় দরপতন বিশ্ববাজার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।