রেমিট্যান্সে বাড়লো সরকারি প্রণোদনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২, ০২:৩২
রেমিট্যান্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দেওয়া ২ শতাংশ প্রণোদনা বাড়িয়ে করা হয়েছে ২ দশমিক ৫ শতাংশ। যা কার্যকর হবে আজ থেকেই।
শনিবার (১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ও শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নববর্ষের উপহার বলে জানানো হয়।
উল্লেখ্য, সরকার ২০১৯-২০২০ অর্থবছরে প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে প্রথমবারের মতো ২ শতাংশ হারে প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলো। সরকারের এ নীতিসহায়তার কারণে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০১৯-২০২০ অর্থবছরে ১৮.২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসে। ২০২০-২০২১ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিলো ২৪.৮০ বিলিয়ন মার্কিন ডলার।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: রেমিট্যান্স
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।