তিন কোম্পানির শেয়ার বিক্রি করছে না বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২, ০৪:১১

তিন কোম্পানির শেয়ার বিক্রি করছে না বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার বিক্রির কোনো আগ্রহই নেই বিনিয়োগকারীদের। রবিবার (২ জানুয়ারি) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে কোম্পানি তিনটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য। কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, আরএন স্পিনিং ও বাংলাদেশ শিপিং করপোরেশন।

আরএন স্পিনিং: বৃহস্পতিবার আরএন স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিলো ৬ টাকা। রোববার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬.৬০ টাকায়। সেই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ফরচুন সুজ: বৃহস্পতিবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিলো ৯২.১০ টাকায়। রোববার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৩.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০১.৩০ টাকায়। সেই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৯.২০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ শিপিং করপেরেশন: বৃহস্পতিবার বাংলাদেশ শিপিং করপোশনের শেয়ারের ক্লোজিং দর ছিলো ৭১.৯০ টাকায়। রবিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৩ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯ টাকায়। সেই হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top