ডিএসইর প্রধান সূচক বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০২:৩৭

ডিএসইর প্রধান সূচক বেড়েছে

সূচকের বৃদ্ধির মধ্যে দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ জানুয়ারি) পুঁজিবাজারের লেনদেন চলছে। বিমা,আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ‍৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২০২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৬ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top