ডিএসই’র সাপ্তাহিক মূলধন বেড়েছে ২৩৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২, ০২:৫০
১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২৩৮ কোটি টাকার বেশি। সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ২০৬ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১১ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ২৩৮ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৮০৫ টাকা টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার ১৩৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ ১২৮ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪১০ কোটি ৭৫ লাখ ২৫ হাজার ৭ টাকা বা ৫.২৪ শতাংশ বেড়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ডিএসই শেয়ারবাজার DSEC
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।