পুঁজিবাজারে লেনদেনে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০১:৩৩

পুঁজিবাজারে লেনদেনে বড় উত্থান

সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে বুধবার (২ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৯ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৮ কোটি ২০ লাখ ৩৬ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৭৭৪ টাকার শেয়ার।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top