সূচকের বড় উত্থান, লেনদেনে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০১:২১

সূচকের বড় উত্থান, লেনদেনে ধীরগতি

সোমবার (২৮ ফেব্রুয়ারি) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। তবে লেনদেনে বেশ ধীরগতি দেখা যাচ্ছে।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে একশ কোটি টাকার কম।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪২টির। আর ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩০ কোটি ৩০ লাখ টাকা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top