উত্থানে ফিরেছে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০৬:১০

উত্থানে ফিরেছে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ এপ্রিল) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে, সকালে লেনদেনের শুরুতে পুঁজিবাজারে সূচক কিছুটা নিম্নমুখী অবস্থানে ছিল। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গৃহীত পদক্ষেপে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। এর আগে পরপর দুই কার্যদিবস উভয় পুঁজিবাজারে সূচক পতনমুখী ছিল।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, গত এক বছরের হিসেবে ডিএসইতে লেনদেনে অবনতি হচ্ছে।

এদিকে, ডিএসইতে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩০.০৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১৪.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৩.৪০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৬.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৬.১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত আছে ৫১টির। এদিন ডিএসইতে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২০৯ কোটি টাকা বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৭৩.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৫০.২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১২১.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৫২.১১ পয়েন্টে এবং সিএসআই সূচক ৮.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৪.৪০ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮০টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত আছে ২৪টির। দিন শেষে সিএসইতে ৪৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top