বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-তেলের দাম

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২৩:০৪

ছবি: সংগৃহীত

প্রায় একমাস মূল্যবৃদ্ধির পর অবশেষে গেল সপ্তাহে বিশ্ববাজারে কমেছে জ্বালানী তেল ও স্বর্ণের দাম। তবে বেড়েছে রুপার দাম।

গত এক সপ্তাহে জ্বালানী তেলের দাম কমেছে প্রায় দুই শতাংশ। হান্টিং অয়েল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় অর্ধশতাংশ। সেই সাথে প্রায় অর্ধশতাংশ কমেছে স্বর্ণের দামও। তবে রুপার দাম বেড়েছে প্রায় অর্ধশতাংশ।

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ২৩ শতাংশ বাড়ার পরও সপ্তাহজুড়ে দাম কমেছে ১.৭৭ শতাংশ। এতে সপ্তাহ শেষ প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৪৮.২৩ ডলারে।

অপরিশোধিত তেলের পাশাপাশি দাম বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দশমিক ৪১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৫১.৩৯ ডলারে দাঁড়িয়েছে। হান্টিং অয়েলের দাম গত এক সপ্তাহে দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি গ্যালনের দাম ১.৪৯ ডলার হয়েছে।

তেলের দরপতনের মধ্যে গত সপ্তাহে কমেছে স্বর্ণের দাম। সপ্তাহের ব্যবধানে দশমিক ২৬ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৭৫.৮৩ ডলারে দাঁড়িয়েছে।

তবে গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও বেড়েছে রূপার দাম। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৩২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২৫.৮৫ ডলারে উঠে এসেছে।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top