লেনদেন বেড়েছে শেয়ারবাজারে, পতন সূচকের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৩, ০৫:৫৫
দেশের শেয়ারবাজারে বুধবার (১৮ জানুয়ারি) সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৬৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৯ টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১৩৮টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৯৩৪ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯০০ কোটি ৪৮ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৮৪ পয়েন্টে, সিএসসিএক্স ২৭ পয়েন্ট কমে ১১ হাজার ৭৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত আছে ৯৭টির। দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৯০ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।