শেয়ারবাজারে সূচকের পতন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৩০
দেশের শেয়ারবাজারে রোববার (১৯ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: দেশে আরও ৭ জনের দেহে করোনা শনাক্ত
ডিএসইতে মোট ২৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৮টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১৪৮টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ২৮৫ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৩৩ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৮৩ পয়েন্টে, সিএসসিএক্স ২৬ পয়েন্ট কমে ১১ হাজার ২০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৩০৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত আছে ৫২টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিষয়: শেয়ারবাজার সূচকের পতন লেনদেন কোম্পানি ডিএসই সিএসই newsflash71 News newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।