পুঁজিবাজারে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১৩
সূচক ওঠানামার মধ্যদিয়ে বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে দশমিক ৫৩ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে দশমিক ২৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। যা ১ মাস ২০ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগের চলতি বছরের ২ জানুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ১৪৬ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা।
ডিএসইর তথ্যমতে, বুধবার বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ৩ কোটি ৯০ লাখ ২২ হাজার ৯২৩টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৬টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১২০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন : বিধ্বস্ত তুরস্কে মিলল ফুটবল ক্লাব কর্মকর্তার মরদেহ
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রয়েল টিউলিপ সি পার্ল, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্কস, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস এবং অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ১৬ হাজার ৭৩৯ টাকার শেয়ার। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪৬টির ও ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিষয়: পুঁজিবাজার সর্বনিম্ন লেনদেন সূচক ডিএসই সিএসই newsflash71 News Latest News Update News newsflash
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।