বাস্তবতা মাথায় রেখেই সয়াবিন তেলের দাম বৃদ্ধি: বাণিজ্য উপদেষ্টা
Nasir Uddin | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪
বাস্তবতা মাথায় রেখেই সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮টাকা বাড়ানো হয়েছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তেলের দাম না বাড়ালে দীর্ঘমেয়াদী ক্ষতির একটা কারণ হয়ে যেত বলেও জানান তিনি। মঙ্গলবার (১০ই ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত প্রাণ আর এফ এল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।
বাজার স্থিতিশীল করতে রফতানিমুখী যোগান বাড়ানোর প্রয়োজন রয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আসছে রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আলুর দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামনে আর যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে কাজ চলছে। কৃষিখাতে সংস্কার প্রয়োজন। শুধু ফলন নয়, এই খাতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট যা যা প্রয়োজন সেসব করা হবে। এছাড়া আরও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর ওপর জোর দেয়া দরকার, বলে জানান তিনি।
সেখ বশির উদ্দিন আরও বলেন, গত ১৫ বছরে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর চুরির মধ্য দিয়ে বিপুল অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। বাস্তবতা মেনে নিয়েই তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। সরবরাহ চেইন ঠিক রাখতে এটা করা হয়েছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৪৩ লাখ পরিবার বা ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, টিসিবি যে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়, বছরে ৪,৫০০ কোটি টাকা সরকারি ভর্তুকি দেওয়া হয়। টিসিবির ১৬ অফিসে কর্মকর্তা-কর্মচারি অতি নগণ্য। ১ কোটি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। যাচাই বাছাই করে ৫৭ লাখে নামানো হয়েছে। বাকিগুলো বাদ, যাতে সরকারের ভর্তুকি ইনসাফের সাথে ব্যয় হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।